স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বর্জ্য পুড়ানোর সময় অগ্নিদগ্ধ হওয়া স্কুলছাত্রী শারমিন আক্তার মারা গেছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শারমিন শৈলজুড়া গ্রামের সুন্দর আলীর মেয়ে। সে মোজাহের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। গত ২৮ জানুয়ারি দুপুরে প্রাণ আরএফএল কোম্পানীর সুপারভাইজাররা যখন নষ্ট মালামালে আগুন দেন তখন শৈলজুরা গ্রামের কয়েক ছাত্রী পাশে খেলা করছিল। এক পর্যায়ে প্লাস্টিক কেমিক্যাল এর ড্রাম ফেটে তাদের উপর আগুন ছড়িয়ে পড়ে। এতে শৈলজুড়া গ্রামের সুন্দর আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শারমীন আক্তার, মাখন মিয়ার মেয়ে মোজাহার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী পলি আক্তার, মোহন মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া আক্তার ও তাহির মিয়ার মেয়ে স্থানীয় কেজি স্কুলের ১ম শ্রেণির ছাত্রী জেসি আক্তারের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রথমে তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার শারমিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এব্যাপারে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম হাসান মঞ্জুর জানান, বিষয়টি যদিও আমাদের এখতিয়ারভূক্ত নয়, তবুও মানবিক বিবেচনায় আমরা দগ্ধ শিশুদের চিকিৎসার ব্যবস্থা করেছি। শারমিনের মৃত্যু সংবাদে আমরা ব্যথিত। এলাকাবাসী চাইলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে আমরা ভেবে দেখব।