বানিয়াচং প্রতিনিধি ॥ সোমবার রাতে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। মঙ্গলবার বানিয়াচং থানার এএসআই জাকির হোসোইন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় এ মামলা করেন। মামলায় ১৫ জনকে এজাহার নামীয়সহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামী করা হয়। মামলার আসামীরা হচ্ছে-উপজেলা ছাত্রদল নেতা দেশমুখ্যপাড়ার রাহুল চৌধুরী, সাগরদীঘি পূর্বপাড়ের রানা শাহ রানা ও মিজানুর রহমান, জাতুবর্ণপাড়ার নসিবুর রহমান, হাঢিজুর রহমান, মিনু মিয়া, আবুল আহাদ ও কলেজ ছাত্রদল সভাপতি সোহেল মিয়া, পাড়া গাওয়ের রোমন মিয়া, সাগরদীঘি পশ্চিম পাড়ের রাজু খান, সাগরদীঘি উত্তর পাড়ের শামীম মিয়া, মহব্বতখানীর ইলিয়াছ মিয়া, শরীফখানীর মিজানুর রহমান পলাশ ও মশিউর রহমান এবং দাস পাড়ার সাইফুল ইসলাম সোহেল। আসামীরা বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে জানা গেছে। এদিকে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দেহ ভাজন ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল মিজানুর রহমান, মশিউর রহমান, পলাশ মিয়া, দিলু মিয়া, সাকির আহমদ, সামছুদ্দিন ও কাওছার আহমদ। এরা সবাই যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
উল্লেখ্য, সোমবার রাত ৯টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ছিলাপাঞ্জা বাজার ও আয়েশা-আবেদ ফাউন্ডেশনের মধ্যবর্তী স্থানে মুখোশধারী একদল দুর্বৃত্ত চলন্ত একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ সময় ট্রাক চালক ও হেলপারসহ ট্রাকে আরোহী পাঁচজন লাফিয়ে পড়ে আহত হন।