মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আলাউদ্দিন রনির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তদন্ত কেএম আজমিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, সহ সভাপতি মোঃ আইয়ুব খান, কে এম সামসুল হক, কাউছার আহাম্মেদ, সানাউল হক চৌধুরী শামীম, রাজীব দেব রায় রাজু, আবুল হোসেন সবুজ, হীরেশ ভট্রাচার্য্য হিরো, মোঃ অলিদ মিয়া, ওমর ফারুক, সাব্বির হাসান, বিকাশ বীর, শাহরিয়ার সুমন, ফরাশ উদ্দিন পিন্টু, রিফাত উদ্দিন, সুব্রত দেব, তানহা, এস এইচ উজ্জল, হৃদয় পাঠান উজ্জল, হামিদুর রহমান রাজু, আল মামুন, সাদ্দাম হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন মাধবপুরের আইন-শৃংখলা নিয়ন্ত্রনে সকলের সহযোগীতা কামনা করে বলেন-সন্ত্রাস, মাদক ও অপরাধ মুক্ত করে শান্তির মাধবপুর উপজেলা গড়ে তোলাই আমাদের কাজ। সাংবাদিকরা জাতির বিবেক তাই সাংবাদিক পুলিশ একে অন্যের সহযোগিতার মাধ্যমে এক সাথে কাজ করলে সমাজে শান্তি ও শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব। তাই সবাই মিলে কাজ করে মাধবপুরে শান্তির সমাজ গড়ে তুলবো। তিনি অপরাধি সর্ম্পকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার জন্য সবার প্রতি আহ্বান জানান।