স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নয়টি থানা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩২ আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় ৯টি থানার পুলিশ। সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২৪ ও নিয়মিত মামলার আট আসামি রয়েছে।