স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি স্থগিত করা হয়েছে। বৈধ কমিটি থাকা স্বত্তেও আরেকটি কমিটি হওয়ায় কমিটির নেতবৃন্দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
জানা যায়, গত ৩ জানুয়ারি কদ্দুছ আলী সভাপতি মর্মে ২০ সদস্যের একটি কমিটির ঘোষণা করেন সভাপতি নিজেই। যার কোন বৈধ কাগজপত্র নেই। এর প্রেক্ষিতে বৈধ কমিটি হবিগঞ্জ জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-চট্ট ২৪২৪ সমিতির পক্ষের সভাপতি মোঃ আরজত আলী, সাধারণ সম্পাদক শায়েস্তা মিয়া কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম চেয়ারম্যান বরাবরে অবৈধ কমিটি বাতিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান বরাবারে হবিগঞ্জ জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-চট্ট ২৪২৪ এর প্রেরিত কমিটির অভিযোগটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবৈধ কমিটি স্থগিতের নির্দেশ প্রদান করেন। এ নিয়ে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে।