বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিরসন, শান্তিপূর্ন সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন সহ এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘেœ অংশগ্রহণ করার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক, গ্রাম সর্দার, ব্যবসায়ী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বানিয়াচং এর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপস্থিত সকল নেতৃবৃন্দ স্ব-স্ব অবস্থানে থেকে উদ্যোগ নিবেন বলে অঙ্গীকার করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল ইসলাম। বক্তৃতা করেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, সহকারী কমিশনার বিএম মশিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর লিয়াকত আলী, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউ.পি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, এলআর সরকারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আমির হোসেন, অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, অধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ, আমবাগান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, আনসার ভিডিপি অফিসার অরুন বরুন দাস, ডাঃ জামাল হোসেন, যুব উন্নয়ন অফিসার সুলতান সারোয়ার, সাবেক চেয়ারম্যান আজমল হোসেন খান টেনু, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া প্রমুখ।