রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ইউএনও অফিসে শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ ॥ বাহুবলে প্রবেশপত্র জটিলতায় ৯ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪২৮ বা পড়া হয়েছে

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে এক মাদরাসার ৯ শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বোর্ড নির্ধারিত যাবতীয় ফি পরিশোধের পরেও তাদের নামে প্রবেশপত্র ইস্যু হয়নি। ওই ৯ শিক্ষার্থীর স্থলে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ৯ জনের নামে প্রবেশপত্র ইস্যু হয়েছে। এ জটিলতা নিরসনের দাবিতে ওই মাদরাসার শতাধিক শিক্ষার্থী গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করে। একই দাবিতে রোববার ওই মাদরাসার শিক্ষার্থীরা ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করেছিল।
প্রকাশ, বাহুবল উপজেলার হিলালপুর হযরত শাহজালাল (রঃ) সুন্নীয়া দাখিল মাদরাসা থেকে এবার ৪৯জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। গতকাল পর্যন্ত ওই শিক্ষার্থীরা তাদের প্রবেশ পত্র হাতে পায়নি। ফলে শিক্ষার্থীরা প্রবেশপত্র পাওয়ার দাবিতে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদরাসায় বিক্ষোভ করে। পরবর্তীতে শিক্ষার্থীরা নিকটবর্তী ঢাকা-সিলেট মহসড়কের ডুবাঐ বাজারে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। রাতে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক মাদরাসার সুপার হারুনুর রশিদ গোলাপের কাছ থেকে ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র উদ্ধার করেন। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান প্রবেশপত্র বিতরণ করতে ওই মাদরাসায় গিয়ে দেখতে পান ৪০ জন শিক্ষার্থীর প্রবেশপত্র সঠিক। কিন্তু এর মধ্যে টেষ্ট পরীক্ষায় কৃতকার্য ৯ জনকে বাদ দিয়ে অকৃতকার্য ৯জনের নামে প্রবেশপত্র ইস্যু হয়েছে। কৃতকার্য যে ৯ জনকে বাদ দেয়া হয়েছে তারা হচ্ছে-মোবারক হোসেন, কামরুল হাসান অনিক, আজির উদ্দিন, হাফিজুর রহমান, আদিল আহমেদ রাজু, এসএম রাসেল, বুশরা আক্তার, জুলেখা আক্তার ও লুৎফা আক্তার। আর টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য যে ৯ জনের নামে প্রবেশপত্র ইস্যু হয়েছে এরা হচ্ছে-নাজমা আক্তার (৯০০২৪৪), রুহেলা ইয়াসমিন (৯০০২৪৫), জাসমিন আক্তার (৯০০২৪৬), স্বপনা আক্তার (৯০০২৪৭), রেবেকা সুলতানা রিম্পা (৯০০২৪৮), শিহাব উদ্দিন (৯০০২৪৯), সোহেল ইসলাম শীপু (৯০০২৫০), মঈনুল ইসলাম (৯০০২৫১) ও জসিম উদ্দিন (৯০০২৫২) এর নামে প্রবেশপত্র ইস্যু হয়েছে।
এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকরা প্রবেশপত্র বিতরণ বন্ধ রেখে জটিলতা নিরসনের দাবি জানান। দুপুরের দিকে মাদরাসার শিক্ষার্থীরা প্রবেশপত্র গ্রহণ না করে আবার বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থী প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করতে থাকে। বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক-এর পরামর্শে সুপার ও সহকারী সুপারকে জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিকেল ৫টার পর শিক্ষার্থীরা উপজেলা পরিষদ ক্যাম্পাস ত্যাগ করে। আগামীকাল বুধবার থেকে এবারের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সুপার হারুনুর রশিদ ও সহকারী সুপার সাইফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এ জটিলতার জন্য পরষ্পর পরষ্পরকে দোষারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com