প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৯ নভেম্বর সোমবার বার্মিংহামে স্মলহিথের কভিন্ট্রি রোডস্থ স্থানীয় রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনটিভি ইউরোপের নর্থ, নর্থ-ওয়েষ্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরীর সঞ্চালনে আগামী ৬ই জানুয়ারী বার্মিংহামের কনসার্ট এর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এনটিভি ইউরোপের সিউও সাবরিনা হুসাইন। সাবরিনা হুসাইন বলেন, বাংলাদেশের জনপ্রিয় ক্লোজআপ তারকাদের সমন্বয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গিতের সবচেয়ে বড় আরসটি। আর এই আসরটিকে সফল ও সার্থক করতে স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ সহ সকল মানুষের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে আগত আলোচকগণ সাবরিনা হুসাইনকে কনসার্ট সফল ও সার্থক করতে সকল প্রকারের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আরো যারা আলোচনায় অংশ নেন তারা হলেন, জাতীয় পার্টি নেতা কামরুল হাসান চুন্নু, প্রবীন আওয়ামীলীগ নেতা ইব্রাহীম আলী, কমিউনিটি নেতা কমরেড মাসুদ আহমেদ, চলচ্চিত্রকার মকবুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আকমল খান, হবিগঞ্জ সুসাইটির সভাপতি রানা মিয়া চৌধুরী, সোনালী সুপার মার্কেট এর পরিচালক শেখ মোহাম্মদ বশির উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার এম এ মুনতাকিম, কমিউনিটি নেতা কবির আহমেদ, নিজাম উদ্দিন আহমেদ, সুইট চৌধুরী, কমিউনিটি নেতা শমসের বকস চৌধুরী, ফয়সল আহমেদ, ব্যবসায়ী শামীম আহমেদ, কামাল আহমেদ, সুহেল আহমেদ, বাংলা ভয়েস’র সম্পাদক মোহাম্মদ মারুফ, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক সৈয়দ নাসির আহমেদ, শিখা নিউজ সম্পাদক মিহির মোহন, স্বাধীনদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট ওবায়দুল কবীর খোকন, জাসদ নেতা হুমায়ুন কবীর চৌধুরী, জাহাঙ্গির আহমেদ, সেকুল মিয়া।