এক্সপ্রেস ডেস্ক ॥ চলতি বছরের মধ্যেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন কারাবন্দিরা। কারা সদর দপ্তর জানিয়েছে, মাসে দুইবার কথা বলতে পারবেন হাজতিরা। আর সাজাপ্রাপ্ত আসামিরা এ সুযোগ পাবেন মাসে একবার। এ সংক্রান্ত একটি নীতিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কারা সদর দপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে একুশটি কেন্দ্রীয় কারাগারে এ সুবিধা দেয়া হবে। কারা সূত্র জানায়, কারাগারে একাকী জীবনে অবসাদে ভোগেন বন্দিদের অনেকে। কারো কারো মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এ অবস্থা কাটাতে উন্নত দেশের আদলে কারাগারগুলোতে মোবাইল বুথ বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্ত্রী, সন্তান, বাবা-মায়ের সঙ্গে বন্দিদের ফোনে কথা বলার সুযোগ তৈরি হচ্ছে। কারাগারে ঢোকার সঙ্গে সঙ্গেই বন্দির কাছ থেকে তার দুজন নিকটাত্মীয়ের ফোন নম্বর সংগ্রহ করবে কর্তৃপক্ষ। সর্বোচ্চ পনেরো মিনিট কথা বলতে পারবেন তারা। তবে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা কথা বলার সুযোগ পাবে না। বিশেষ দরকার হলে গোয়েন্দাদের উপস্থিতিতে কথা বলতে হবে। মোবাইলে কথা বলার এ সুযোগের অপব্যবহার রোধে থাকবে প্রযুক্তিগত ব্যবস্থা।