প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে গতকাল বিকাল ৫ঘটিকার সময় ছাত্রদল থানা পৌর ও কলেজ শাখার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মুশাহিদ আলম মোরাদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে রাজা কমপ্লেক্সের সামনে একপথ সভায় মিলিত হয়। মুশাহিদ আলম মোরাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলাউর রহমান, পৌর বিএনপি নেতা মির জাহান মিয়া, নবীরুল ইসলাম রুহেল, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ সুমন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাজাহরুল ইসলাম, শাহিন বখ্ত চৌধুরী, শিবিবর আহমেদ রুমন, পৌর যুবদল নেতা আব্দুল কদ্দুছ, আজমল মিয়া, আঙ্গুর মিয়া, ছাত্রদল নেতা হেলাল আহমেদ, এ কে সাজ্জদুল আলম রানা, কুতুব উদ্দিন মাখন, রনজিত সরকার, আল-আমীন চৌধুরী, ফরহাদ আহমেদ, এস এম আল-আমিন, কাজল আহমেদ, জাকারিয়া আহমেদ, হুমায়ন আহমেদ, রকিব আহমেদ, মোশাহিদ আলী, জিতু মিয়া, জুবেল মিয়া, সবুজ আহমেদ, জসিম উদ্দিন, কয়ের আহমদ লুমন, ফয়সাল আহমেদ, কামাল আহমেদ, চয়ন আহমেদ, সাইফুল মিয়া শাহ নেওয়াজ মিয়া, শিহাব আহমেদ, সোহেদ মিয়া, ইউনুস আলী, জাসেদ মিয়া, জনি মিয়া, সাইফুর রহমান বাবু, টিটু আহমেদ, সরোয়ার আহমেদ জেসন, প্লাবণ মিয়া, কলেজ ছাত্রদল নেতা কপিল আহমেদ, জুলন আহমেদ, মোঃ জয়, মোঃ হুমায়ন, মিটু আহমেদ, মোরাদ আহমেদ, আলাল আহমেদ, নাবেদ মিয়া, মিঠন আহমেদ, কলিম উদ্দিন, আহমেদ জাকারিয়া, কাশেম আহমেদ, পিসায় আহমেদ, নাইম ইসলাম, সাইদুর মিয়া, আফসার আহমেদ, রাজু মিয়া, ওয়াতির মিয়া, দুলন মিয়া, কিল্টন আহমেদ, বাধন, জিকু মিয়া, তনময়, ঝিনুক, সোয়েব প্রমুখ।