নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ২য় দিন গতকাল সোমবার অতিবাহিত হয়েছে। শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ও সড়কে সকাল থেকেই পিকেটিং করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ছিল কড়া সর্তক অবস্থায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতালের ২য় দিন অতিবাহিত করে ২০ দলীয় জোট। বেলা ভাড়ার সাথে সাথে জোটের নেতাকর্মীদের ভিড় জমে। পরে হরতাল চলাকালে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিহাব আহমদ চৌধুরী, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, সাদিকুল হক সাদিক, আব্দুল মুকিদ পাঠান, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, সাহেব আলী, মাওঃ মোস্তফা আল হাদী, আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন, হাফিজুর রহমান চৌধুরী, যোশেফ বখত চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী, আজিল চৌধুরী, একে আজাদ লেবু, সাজান চৌধুরী, জিতু মিয়া সেন্টু, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, অলিউর রহমান, জুনেদ আহমদ, ফরান আহমদ ছানু, সাহিদ আহমদ তালুকদার, শাহ রুহেল, জাকিরুল ইসলাম, আকবর আলী প্রমূখ।