নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পচা বাসী খাবার বিক্রির অভিযোগে আল মদীনা রেষ্টুরেন্টের মালিককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলা প্রদান করে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, উপজেলা সমন্বয়কারী দিবাংশু রঞ্জন রায়, পেশকার আমীর প্রমুখ।