মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নূরবক্স মিয়ার বিদায় সংবর্ধনা গতকাল সোমবার দুপুরে অনুষ্টিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে এবং সদস্য বাবুল হোসেন ও শিক্ষক সেলিনা আক্তারের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, নাজমুল হুদা, এস.এম.যোবায়ের হোসেন, জিল্লুর হোসেন, রিসোর্স কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আরএমও ডাঃ ইমরুল হাসান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, ফুলকলি পৌর কিন্ডার গার্ডেন’র অধ্যক্ষ সাইফুল হক মৃধা, উপজেলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হাজী শাহিন মিয়া প্রমূখ। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার দেওয়া হয়। উল্লেখ্য যে নূরবক্স মিয়া দীর্ঘ ৩৪ বছর এ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।