প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে দায়ের করা মিথ্যা মামলা, সারাদেশে নেতা-কর্মীদের উপর মিথ্যা মামলা, গুম-হত্যা, গ্রেফতার, রিমান্ড, নির্যাতন, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার, বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীকে গ্রেফতার এবং বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সারাদেশে ২০ দলীয় জোটের ডাকে ৭২ ঘন্টার হরতালের সমর্থনে হবিগঞ্জ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তিনকোনা পুকুরপাড় এলাকার এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতিদ্বয় আমিনুর রশীদ এমরান ও এ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ, আজম উদ্দিন, তুষার চৌধুরী, এ্যাডভোকেট আফজাল হোসেন, ফারুক মিয়া, মোহাম্মদ নানু মিয়া, মাসুক মিয়া, এ্যাডভোকেট আজিজুর রহমান, শাহ জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম সেলিম, ইকবাল খান, শাহ আজিজুর রহিম, হারুনুর রশীদ, আলমপনা চৌধুরী মাসুদ, আব্দুল আহাদ আনসারী, ফেরদৌস আহমেদ, শেখ মোঃ রাসেল মোল্লা, শেখ মহিবুল তানিম, মীর দুলাল, গোলাপ মিয়া, আবুল বাশার জুম্মন, আবুল ফজল মামুন, কিম্মত আলী, মঞ্জুর উদ্দিন মঞ্জু, মিজানুর রহমান সোহেল, সেলিম আহমদ, আলী রেজা উজ্জল, সফিকুল ইসলাম, আল আমিন, সাইফুল ইসলাম রাজ, মোস্তাফিজুর রহমান পলাশ, হাফিজুর রহমান, হারিছ মিয়া, বিলাল আহমেদ, রিফাদ চৌধুরী মিল্লাদ, ফজলুল ইসলাম, মোঃ মেরাজ, হাবিবুর রহমান হাবিব, নাহিদ হাসান সূজন, আরজান আহমেদ রনি, বিলাল আহমেদ, রফিকুল ইসলাম, মোঃ মোর্শেদ মিয়া, হেলাল মিয়া, জিতু মিয়া, নিয়াজ উদ্দিন মেম্বার, শেখ নিয়াজ, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান অপু, মোফাজ্জল হোসেন চৌধুরী, রুবেল আহমেদ, রাসেদুজ্জামান রকি প্রমূখ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের দুর্বার আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পড়েছে। মৃত্যু শয্যায় সরকারের জীবনের প্রদীপ এখন নিভে যাচ্ছে। মৃত্যু যন্ত্রনায় উম্মাদ হয়ে সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ ও রুহুল কবির রেজভীকে গ্রেফতার করে নিজের পতনের পথকে আরো সংকুচিত করে ফেলেছে। তিনি বলেন, সরকারের আর কোন বিভৎস হত্যা-গুম, মামলা-হামলা ও গ্রেফতার চলমান সংগ্রামকে ব্যাহত করতে পারবেনা। তিনি ৭২ ঘন্টার হরতালকে সর্বাত্মকভাবে পালনের জন্য নেতা-কর্মীসহ সকল জনসাধারণের প্রতি আহ্বান জানান।