প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব এর চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে সোনালী ব্যাংক কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব আরব আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের বি ২০২ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলে সোনালী ব্যাংক এর আঞ্চলিক প্রধান বিনয় কৃষ্ণ সাহা (এজিএম), হবিগঞ্জ শাখার ম্যানেজার দুলন কান্তি চক্রবর্তী, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের সভাপতি মোঃ লুৎফুর রহমান। পরিচালনা করেন হবিগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বনিক। আরো বক্তব্য রাখেন মহিবুর রহমান চৌধুরী, রেবা চৌধুরী, নুরুল হক, সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, কামাল উদ্দিন, মোঃ জিয়াউর রহমান, আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্টান শেষে বিদায়ী সাবেক সভাপতি প্রফুল্লকে ক্রেষ্ট প্রদান করা হয়।