এক্সপ্রেস ডেস্ক ॥ হ্যাকিং এখন কার্যত কোনো নতুন বা অবাক করা ঘটনা নয়। প্রায় নিত্যদিনই কোনও না কোনও সাইট বা সোশ্যাল প্রোফাইল, পেজ হ্যাক হচ্ছে। বন্ধুবান্ধবের মধ্যে প্রায় শোনা যায়, অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? এক সমীক্ষায় দেখা যায়, প্রতি তিনজন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার। ইউরোপে এই সংখ্যাটা আরও বেশি। এসবের কথা মাথায় রেখেই ফেসবুকের নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ সেটিংয়ের কিছু পরিবর্তন এনেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা হলেই নতুন সেটিংয়ে ফেসবুকের পক্ষ থেকে অ্যালার্ট পাবেন ফেসবুক ব্যবহারকারী।
নতুন এই সুবিধা পেতে যা করতে হবে-
প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক সেটিংস অপশনে? সেখানে ক্লিক করলেই পাবেন ংবপঁৎরঃু ংবঃঃরহমং? ঝবপঁৎরঃু ংবঃঃরহমং অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন থাকবে। সেখান থেকে ষড়মরহ ধষবৎঃং ড়ঢ়ঃরড়হ-এ যান? খড়মরহ ধষবৎঃং-এর অপশনে গিয়ে ক্লিক করলেই বফরঃ অপশন পাবেন? সেই বফরঃ অপশনে গিয়ে হড়ঃরভরপধঃরড়হ অপশন সিলেক্ট করুন। এটি সিলেক্ট করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করতে গেলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে।