রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের ফায়ার সার্ভিস ষ্টেশনের কাছে শুক্রবার সকালে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় কাঞ্চন বানু (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। জনতা পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই দিন সকাল ১০টার দিকে উল্লেখিত এলাকা দিয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের যমুনা বাড়ীর মৃত চান মিয়ার স্ত্রী কাঞ্চন বানু (৬০) রাস্তা পাড়াপাড়ের সময় সিলেটগামী একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় জনতা জনতা পিকআপ ভ্যান ও তার চালককে আটক করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই সুহৃদ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার এবং আটককৃত পিকআপ ভ্যান ও চালককে নিজ জিম্মায় নেন। এদিকে ওই দিন সকাল ৯ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সিলেট বিভাগের প্রবেশদ্বার উপজেলার সদরের সোনাই নদীর ব্রীজের উত্তর পার্শ্বে ইসলামী ফিলিং ষ্টেশনের সামনে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে রিভা আক্তার (২৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
জানা যায় উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদের সদস্য আদাঐর গ্রামের সাজিদুর রহমান কনার মেয়ে রিভা আক্তার (২৫)সহ অন্যান্যরা একটি সিএনজি যোগে মাধবপুর যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌছলে ফিলিং ষ্টেশন থেকে একটি ট্রাক মহাসড়কে উঠার সময় সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায় এতে ঘটনাস্থলেই রিভা মারা যায়। এবং সিএনজি ড্রাইভারসহ ৩ জন আহত হয়।