এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বহুল আলোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তণ প্রধান সহকারী সজল কান্তি দেবের বিরুদ্ধে হাসপাতালের নার্স এবং কর্মকর্তা এবং কর্মচারীদের জুলাই ২০১৪ মাসের বেতনের কয়েক লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ ৫ মাস ধরে দেই দিচ্ছি বলে সময় কর্তন করলেও টাকাগুলো ফেরৎ না দেয়ায় হতাশায় নিমজ্জিত হয়েছেন পওনাদাররা।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন প্রধান সহকারী সজল কান্তি দেব হাসপাতালে কর্মরত ২য় ও ৩য় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের মাস শেষে বেতন দেয়ার সময় নানা অজুহাতে তার কাছে রেখে দেন। ওই টাকা ১৫/২০ দিন পর ফেরৎ দেন। কোন সময় এক মাসের বেতনের টাকা আরেক মাসে প্রদান করতেন। কেউ তার দাপটের ভয়ে মূখ খুলতে সাহস পেতেন না। ২০১৪ সনের জুলাই মাসের বেতনের টাকা তুলে ৪ জন সিনিয়র ষ্টাফ নার্স এর ৬০ হাজার ২৪ টাকাসহ অপর কয়েক জন কর্মকর্তা-কর্মচারীর বেতনের টাকা পরে দিচ্ছি বলে তার নিজের কাছে রেখে দেন। এরপর অদ্যাবধি ওই টাকা তিনি ফেরৎ না দিয়ে নানা টালবাহানা করছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সজল দেব গৃহপরিচারিকা অঞ্জনা নম হত্যাকান্ডের আসামী হওয়ায় কর্তৃপক্ষ নবীগঞ্জ থেকে তাকে আজমিরীগঞ্জ হাসপাতালে বদলী করেন। ফলে ভুক্তভোগীরা টাকা পাবেন কি-না কিংবা কবে পাবেন এমন আশংখ্যায় হতাশায় ভুগছেন।
উল্লেখ্য, গেল বছরের ১৬ আগষ্ট উক্ত প্রধান সহকারী সজল দেব’র হাসপাতালের ডক্টরর্স কোয়াটারের বাসা থেকে গৃহপরিচারিকা অঞ্জনা নম সরকারের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অঞ্জনার পিতা নবীগঞ্জ থানায় সজল দেব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ন্যস্ত হয় হবিগঞ্জের গোয়েন্দা শাখায়। অঞ্জনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে মর্মে ময়না তদন্ত রিপোর্ট আসলে ফুঁসে উঠেন নবীগঞ্জের জনতা। ঘাতকদের ফাঁসির দাবীতে মানববন্ধনসহ নানা কর্মসুচী পালন করেন। কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে তাকে বরখাস্ত না করে আজমিরীগঞ্জ উপজেলায় বদলী করেন। প্রায় ৩ মাস আত্মগোপনে থাকার পর আকস্মিকভাবে তিনি আজমিরীগঞ্জে যোগদান করেন। এদিকে বাদী নিহত অঞ্জনার পিতার অনাপত্তির কারনে জামিন লাভ করেন সজল সহ অন্যান্য অভিযুক্তরা।