প্রেস বিজপ্তি ॥ আগামীকাল শনিবার জেলায় প্রতিটি উপজেলা, পৌরসভার ইউনিটগুলোকে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে ৭২ ঘন্টা সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান। ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে, সারাদেশে নেতা-কর্মীদের হত্যা, গুম, মামলা, গ্রেফতার, নির্যাতন এবং গনতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও হরতালের আহ্বান করা হয়েছে। এক বিবৃতিতে আমিনুর রশীদ এমরান বলেন, মামলা-হামলা-হত্যা-গুম-গ্রেফতার করে সরকার পতনের ধ্বসকে থামাতে পারবে না।