প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা দেশে ২০ দলীয় জোট বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহতদের স্মরণে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ ও পৌর শাখার উদ্যোগে গতকাল সন্ধা ৭টায় শ্রী শ্রী কালিবাড়ীতে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী কালিবাড়ী পুরোহিত লিটন ভট্রাচার্য্যের পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকুল আচার্র্য্য, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটু, প্রফেসর গকূল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগ সদস্য শংখ শুভ্র রায়, এডঃ কনক জ্যোতি সেন রাজু। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা সুজিত বনিক, পিন্টু দাস, কাউন্সিলর গৌতম রায়, কূলদ্বীপ দাস রাজু, ভবন দত্ত, পার্থ্য সারথী রায়, এডঃ বিজিৎ লাল রায়, স্বপন কুমার মজুমদার, কৌষিক সেন চন্দন, মণিষ আচার্য্য নারায়ন, সজল রায়, রাজা স্বরণ ভট্রাচার্য্য, শ্রীধাম মোদক প্রমুখ।
প্রার্থনা সভায় দেশ ও জাতির কল্যাণ এবং সারা দেশে বিএনপি জামায়াতের সহিংসতায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন প্রার্থনা করা হয়।