নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপুর্তি উৎসব পালনের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এক সাধারন সভা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং দাতা সদস্য এডঃ রাজীব কুমার দে তাপসের পরিচালনায় সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মেজর অবঃ সুরঞ্জন দাশ, সাবেক সিভিল সার্জন ডাঃ সফিকুর রহমান, ডাঃ সুকেশ চন্দ্র দাশ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দু রউফ, রথীন্দ্র লাল দে মুকুল, আবুল হোসেন আজাদ, এটি এম নুরুল ইসরাম খেজুর, আনোয়ার হোসেন মিঠু, আবু সিদ্দিক, গীতিকার জাহাঙ্গীর আলম রানা, আক্তার হোসেন টিটু, হেলাল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও আলোকিত ‘৯৫ ব্যাচের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক মোঃ রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, শাহনুর আলম ছানু, মাহবুবুল আলম সুমন, রতœদীপ দাশ রাজু প্রমূখ। সভায় বিদ্যালয়ের প্রাক্তন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে সাধারন সম্পাদক মনোনীত করে শতবর্ষপুর্তি উৎসব পালন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২৭ শে ফেব্র“য়ারী পুনরায় সাধারন সভার মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।