স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভবানিপুর গ্রামের রিক্সা চালকের স্ত্রী জরিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে ধর্ষণ করতে না পেরে পিটিয়ে আহত করেছে একদল লম্পট। আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জরিনা জানায়, তার স্বামী আকতার মিয়া রিক্সা চালিয়ে সংসার চালায়। গত বৃহস্পতিবার গভীর রাতে স্বামী বাড়ি না থাকার সুযোগে একই গ্রামের ২/৩ যুবক জরিনাে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে যুবকরা তাকে মারধর করে। তার চিৎকার চেচামেচিতে লোকজন এগিয়ে এলে লম্পটরা পালিয়ে যায়। জরিনাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।