এক্সপ্রেস রিপোর্ট ॥ আগামীকাল ১ ফেব্র“য়ারী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করায় ২ ফেব্র“য়ারী থেকে এসএসসি পরীক্ষ শুরু হবে কি না এ নিয়ে আগামীকাল ১ ফেব্র“য়ারি সিদ্ধান্ত জানানো হবে।” এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেবার কথা।
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি প্রধান খালেদা জিয়া ৫ জানুয়ারি বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন, যার মধ্যেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে হরতাল হচ্ছে। এসব কর্মসূচিতে প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির মতো নাশকতা ঘটছে।