চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যায়ল প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক তালুকদার কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবাহাটা মহিলা মাদ্রাসার শিক্ষক ও শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ আলহাজ্ব ইরফান আলী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও দুবাই প্রবাসী মাওঃ সিরাজুল ইসলাম, দুর্গাপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার মিয়া, আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, বিএসসি শিক্ষক মনির হোসেন, সমাজ বিজ্ঞান শিক্ষিকা মোছাঃ লিপি আক্তার, ধর্মীয় শিক্ষক মাওঃ মতিউর রহমান, কৃষি শিক্ষক মোঃ রফিক মিয়া, সাংবাদিক এস আর রুবেল মিয়া প্রমূখ। অনুষ্টান শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেন অতিথিবৃন্দ।