প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে, শীর্ষ নেতাদের মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ড, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন ও নেতা-কর্মীদের ধরে নিয়ে গুলি করে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে ২০ দলীয় জোটের ডাকে হরতালের সমর্থনে এক বিক্ষোভ ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল সকালে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্টষ্টেশন এলাকার এম এ মোত্তালিব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্ত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী, ফারুক আহমেদ দেলোয়ার হোসেন দিলু, আজম উদ্দিন, মোহাম্মদ নানু মিয়া, নুরুল হক লিটন, আনোয়ারুল ইসলাম আনু, এস,এম আউয়াল, কামাল সিকদার, হারুনুর রশীদ, ফারুক আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ আজিজুর রহিম, শাহ জাহাঙ্গীর আলম, আলমপনা চৌধুরী মাসুদ, আব্দুল আহাদ আনসারী, নাছির উদ্দিন, মীর দুলাল, জামিউর রহমান জামু, কামরুল ইসলাম তালুকদার, ইকবাল খান, মঞ্জুর উদ্দিন মঞ্জু, মোস্তাফিজুর রহমান পলাশ, আল আমিন, শেখ মহিবুল তানিম, আবুল বাশার জুম্মন, দেলোয়ার হোসেন রানা, শেখ মোঃ রাসেল, মিজানুর রহমান সোহেল, তারেক আহমেদ তাহের, রাসেল মোল্লা, হারিছ মিয়া, গোলাপ মিয়া, শমসের আলী, মোজাম্মেল আলী উজ্জল, আমির হোসেন, সেলিম মিয়া, আব্দুল জব্বার, আরজু মিয়া, ফয়সল মিয়া, হাফিজুর রহমান, মোঃ মেরাজ, জুয়েল আহমেদ, ওবায়েদুল হক মোহন, রুবেল মাহমুদ, বিলাল আহমেদ, নিজাম উদ্দিন, নাহিদ হাসান, শেখ নিয়াজ, স্বপন মিয়া, মোঃ জাফরান মিয়া ও মোঃ মহিদুল ইসলাম প্রমূখ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বলেন- নারকীয় রাষ্ট্রীয় সন্ত্রাসের বধ্যভুমিতে মানুষের জীবনের অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে। মূল্যহীন হয়ে পড়েছে রক্তে ভেজা গণতন্ত্রের পথচলা। প্রগতির সকল অগ্রগতি থেমে আছে। দেশ-গণতন্ত্রকে সকল কালিমা ও ক্ষয় থেকে বাঁচানোর জন্য হরতাল-অবরোধের ইনিংস সংক্ষিপ্ত করে সরকারকে অল-আউট করার জন্য সকল নেতা-কর্মী সহ জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।