প্রেস বিজ্ঞপ্তি ॥ পাবনার সাথিয়ার বনগ্রামসহ দেশব্যাপী বিভিন্ন এলাকায় সংখ্যালঘু পরিবারে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ্ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনকারীরা হলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু ,সহ-সভাপতি এডঃ সুষেন্দু দাশা, সুখেন্দু পুরকায়াস্থ, সাধারণ সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ, রঙ্গ লাল রায়, মৃদুল কান্তি রায়চিত্ত রঞ্জন মজুমদারসুধীর রায়, সুশীতল রায়, বাদল কৃষ্ণ বনিক, পবিত্র চন্দ্র বনিক প্রমূখ। এছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজেট নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দও নিন্দা জানিয়েছেন।