পাবেল খান চৌধুরী ॥
শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় স্থাপিত হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক প্রাণ আর এফ এল কোম্পানীতে বিষাক্ত বর্জ্য পুড়াতে গিয়ে ৫ শিশু ছাত্র দগ্ধ হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই কোম্পানীর এক কর্মচারিকে আটক করে গণধোলাই দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক প্রাণ কোম্পানীর বিষাক্ত বর্জ্যে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে। এ কারণে ইতোপূর্বে গ্রামবাসীর গরু-ছাগল, হাঁস মুরগী ও বিষাক্ত কেমিক্যাল এর বর্জ্যে পুকুরের মাছ মারা যায়। এ নিয়ে একাধিকবার এলাকাবাসী প্রতিবাদ মুখর হলেও কোন সমাধান করেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। গতকাল দুপুরে প্রাণ কোম্পানীর বিভিন্ন বর্জ্যসহ নষ্ট হওয়া মালামাল আগুন দিয়ে বিনষ্ট করার সময় কেমিক্যাল বাক্স বিস্ফোরিত হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় কোম্পানীর পেছনের ফটকের পাশে খেলারত শিশুরা আগুনে দগ্ধ হয়। শিশুদের চিৎকার চেচামেচি শুনে গ্রামবাসী এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এসময় প্রাণ কোম্পানীর কর্মচারি শাহনুর আলমকে (৪০) গণধোলাই দেয় উত্তেজিত জনতা। অগ্নি দগ্ধরা হচ্ছে-উজান শৈলজুড়া গ্রামের তাহির মিয়ার কন্যা স্কুল ছাত্রী হেপি (৮), সুন্দর মিয়ার কন্যা স্কুল ছাত্রী শারমিন (১০), মহসিন মিয়ার কন্যা স্কুল ছাত্রী রিয়া (৮) ও মাখন মিয়ার কন্যা ৭ম শ্রেণীর ছাত্রী পলি (১৩)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল বিনষ্ট করার সময় আগুন ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। প্রাণ আর এফ এল এর ব্যবস্থাপক মিডিয়া জিয়াউল আলম বলেন, এ রকম কোন ঘটনার খবর আমার জানা নেই। খোজ নিয়ে দেখব। এদিকে বিষয়টি তিনি এরিয়ে গেলেও এক জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা চালান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। তারা আহত শিশুদের নাম মাত্র চিকিৎসা দিয়েই বাড়ি পাঠিয়ে দেয়ারও চেষ্ঠা চালান বলে অভিযোগ করেন আহতের স্বজনরা। স্বজনরা আরো জানান ইতোপূর্বেও ওই কোম্পানির কর্মকর্তাদের উদাসিনতার কারনে একাধিক দূর্ঘটনা ঘঠেছে।