বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাইক্রো চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ নিয়ে পুলিশ-বিজিবি’র সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র হচ্ছে-বাহুবল উপজেলার হিলালপুর হযরত শাহজালাল (রঃ) সুন্নীয়া দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণীর এনামুল হক (১০)। সে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের মৃত বিরাম উদ্দিনের পুত্র। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডুবাঐ বাজারে সন্নিকটে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এনামুল হক মাদ্রাসায় যাচ্ছিল। ডুবঐ বাজারের সন্নিকটে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৭৬৬৬) তাকে চাপা দেয়। এতে এনামুল হক ঘটনাস্থলেই নিহত হয় এনামুল হক। সে বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের তার মামা বাড়ি থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো।
এদিকে দুর্ঘটনার পরপরই মাদ্রাসার ছাত্র ও স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় টহলরত পুলিশ-বিজিবি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রায় দেড় ঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার পর জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই-এর মধ্যস্থতায় বেলা ১১টার দিকে ছাত্র-জনতা অবরোধ তোলে নিলে পূনরায় যান চলাচল শুরু হয়। ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরবর্তী পুটিজুরী নামক স্থানে জনতা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।