নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর পরিষদের সভায় কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির পাশে জনৈকা মহিলার ঝুলন্ত লাশের ঘটনার মামলায় পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান আসামী হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পৌর পরিষদ। পাশাপাশি ঘটনার সুষ্ট তদন্দক্রমে মুল রহস্য উদঘাটনেরও দাবী জানিয়েছেন তারা। গতকাল বুধবার সকালে পৌর মিলনায়তনে পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ যুতিকা রানী দাশ, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সংরক্ষিত কাউন্সিলর রেখা রানী আর্চায্যসহ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় পৌর কাউন্সিলর মিজানুর রহমানকে ষড়যন্ত্রমূলক ভাবে উক্ত মামলায় ফাসাঁনো হয়েছে দাবী করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়েছে।