স্টাফ রির্পোটার, বানিয়াচং থেকে ॥ আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত কর্ণধার, অতএব তাদের সেইভাবে গড়ে তুলতে হবে, পড়া লেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায়ও সমান গুরুত্ব দিতে হবে। সেই ভীত স্কুল জীবন থেকেই গড়ে তুলতে হবে, এতে করে স্বাস্থ্য ও মন উভয়ই ভাল থাকবে, আর স্বাস্থ্য ও মন ভাল থাকলে অবশ্যই ভাল ফলাফল করা সম্ভব। গতকাল বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম একথাগুলো বলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের আকন্দ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মৃনাল কান্তি সিংহের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখনে সহকারী শিক্ষক শ্যামা প্রসাদ বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আলফাজ উদ্দিন, সুলতান আলী, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন নুসরাত জাহান সাদিয়া, ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ফারিহা তাসনিন আমিনা, জান্নাতুল ফেরদৌস রাকিবা, সায়ীদা রব, সানজিদা খানম। পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।