স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আলোকিত সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হেয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের মন্নান শপিং মহলের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেডিসেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম কুমার রায়, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা রাসেল চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার মোঃ তুহিন খান, দন্ত চিকিৎসক ডাঃ বিশ্বজিত আচার্য্য।
এ সময় উপস্থিত ছিলেন, শামিল খান, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সদস্য তানজির আহমেদ চৌধুরী বাবু, আশরাফুল হক রাকিব, রাজেন্দু শেখর দাশ, রুপম তালুকদার, শহীদুল ইসলাম রাসেদ, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, পুজন মোদক সাজু, রাকিব আজাদ, সৌকত আলী তোষার, সেলিম হাসান জাহান, মীর শিহাব, শহীদুল ইসলাম, আরিফুর রহমান অনিক প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ১শ কম্বল অনুদানের ঘোষণা দেন। এ সময় অন্যান্য অতিথিরা বলেন, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সদস্যরা তাদের কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জবাসীর ভালবাসা লাভ করেছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পথ শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন।