প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে উত্তরা ব্যাংক শাখার উদ্যোগে সুবর্ন জয়ন্তী পালন করা হয়েছে। গত মঙ্গলবার ৫১ বছরে পদার্পন করায় শাখার পক্ষ থেকে সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন নবীগঞ্জ শাখায় গ্রাহক ও শুভাকাংখীদের মিলন মেলায় পরিণত হয়। সকাল ১০ টায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়। শুরুতে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ব্যবসায়ী মাওলানা শোয়াইবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উত্তরা ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক বদরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক ও রঙ্গলাল রায়। এছাড়া ব্যাংক কর্মকর্ত, কর্মচারী ও এলাকার বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তা নওশাদ হোসেন খান এর সঞ্চালনায় প্রধান বক্তা বদরুজ্জামান বলেন, বিগত ৫০ বৎসর উত্তরা ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের বৈদেশিক কষ্টার্জিত অর্থ সহজে মানুষের কাছে পৌছে দিতে কাজ করছে। এছাড়া কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা উদ্যোক্তাসহ বিভিন্ন উন্নয়ন ঋণ সরবরাহ করে আসছে। সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, উত্তরা ব্যাংক দীর্ঘ ৫০ বৎসর দেশের ব্যাংকিং সেবা করে আসছে। সর্বোত্তম গ্রাহক সেবা অনলাইন সুবিধা ইন্টারনেট ব্যাংকিং সহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আগামীতে দেশের সেবা করে যাবে।