স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন-আওয়ামী লীগ ধোকাবাজি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এই জালিম সরকারের পতন দেখতে চায়। তিনি বলেন-আওয়ামীলীগ সরকারের কাছে জনগণের ভোট নিরাপদ নয়। এজন্যই জনগণ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগ নিশ্চিত পরাজয় জেনে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দিবে না। মেয়র গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার রিচি ইউনিয়নে জালালাবাদ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও পরিবহন শ্রমিক নেতা হাজী মলাই মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে মেয়র জি কে গউছ আরো বলেন- রাস্তা যদি করা হয় এক কিলোমিটার তাহলে ৫ কিলোমিটার সামনে লাগানো হয় নেইম প্লেইট। এটাই হচ্ছে দেশের উন্নয়নের চিত্র। তিনি বলেন- পাথরে নাম লিখে মানুষের ভালবাসা পাওয়া যায় না। পাথরে নাম না লিখে মানুষের হৃদয়ে নাম লিখতে হয়। উন্নয়ন দিয়ে জনগনের ভালবাসা অর্জন করতে হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফজলুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, জালালাবাদ এলাকার বিশিষ্ট মুরুব্বি ইউনুস মিয়া, হিরা মিয়া, কাজী মর্তুজ আলী, মোঃ মানিক মিয়া, কাজী ইউনুস, জয়নাল আবেদীন ফারুক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদল আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবদল নেতা আতাউর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম সাজন, যুবদল নেতা আলী আহাম্মদ প্রমুখ। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা তাফাজ্জুল হক।