স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের আদর মিয়া (৪০) কে পূর্ব বিরোধের কারনে খেসারত দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আদর আলী জানায়, মুরাদপুর গ্রামের রাস বিহারীর পুত্র রাখাল চন্দ্র দত্তের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। এর জের হিসেবে শায়েস্তা করার জন্য ফন্দি আটে। এর অংশ হিসেবে গোপন আতাতের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশ আদরকে আটক করে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আদর আলী বিজ্ঞ বিচারকের নিকট উল্লেখিত ঘটনার বিবরণ প্রদান করেন। এব্যাপারে তার স্বজনরা জানান, দোষী পুলিশ ও রাখাল চন্দ্র দত্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।