স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে ফিরোজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছামাল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় মধু মিয়া (৩০), হান্নান মিয়া (৩২), সহিদুল (১২), সাইদুল (২৮), আহাম্মদ (৩০), ও শাকিল মিয়া (১৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উচাইল শংকরপাশা গ্রামের তাজ মিয়ার গ্র“ুপ ও ফিরোজ মিয়ার গ্র“পের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়। নিহত ফিরোজ মিয়া একই গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র। আটক দাঙ্গাবাজ ছামাল মিয়া ওই গ্রামের মৃত সোনাই মিয়ার পুত্র।
হবিগঞ্জ সদর থানার (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।