বানিয়াচং প্রতিনিধি ॥ সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার অভিযান কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে প্রত্যেক উপজেলায় আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ, সঙ্গীতানুষ্টান ও চলচ্ছিত্র প্রদর্শন কার্যক্রম চলছে। এ লক্ষে গতকাল শনিবার ১০টায় হবিগঞ্জ জেলা তথ্য অফিস ও বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের ওএস নায়েব আলীর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন। সভায় বিগত দিনে সরকারের সার্বিক উন্নয়নের বাস্তব সফলতা বিষয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, ছাত্র নেতা আব্দুল হালিম সোহেল, আশরাফুল ইসলাম সোহেল, আলমগীর হোসেন, মাহমুদ বিশ্বাস, মাওলানা শেখ মুস্তাক আহমেদ প্রমুখ। পূর্বাহ্নে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।