সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাহুবলে দ্রুত বিচার আইনের মামলায় ২০ দলের অর্ধশত নেতাকর্মীর জামিন ॥ বাস পোড়ানোর অভিযোগে নয়া মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
  • ৫১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবরোধ চলাকালে বাস পুড়ানোর ঘটনায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে নয়া মামলা দিয়েছে পুলিশ। চুনারুঘাট থানার এসআই হারুন আল রশিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গতকাল বাহুবল মডেল থানায় মামলাটি দায়ের করেন। অপরদিকে ইতিপূর্বে পুলিশের দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ২০ দলীয় জোটের অর্ধশত নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার ১৯ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে ‘নাসিরাবাদ পরিবহনের’ একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-১২৬৯) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। ময়মনসিংহ-সিলেট রোডে চালিত বাসটির ইঞ্জিন বিকল হওয়ায় ওই স্থানে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। বাসটির মালিক সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র এমরান হোসেন ঝুনু জানান, বাসের দুই হেলপার দু’জন ইঞ্জিনিয়ারের সহায়তায় বাসটি মেরামত করছি। এ সময় দু’টি সিএনজি অটোরিকশাযোগে দুর্র্বৃত্তরা ঘটনাস্থলে এসে হেলপার ও ইঞ্জিনিয়ারদের মারধর করে। এক পর্যায়ে বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্র্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল চুনারুঘাট থানার এসআই হারুন আল রশিদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় ২০ দলীয় জোট সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১৫ জন লোককে আসামী করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে, গত ৫ জানুয়ারি উপজেলার মিরপুরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে ২০ দলীয় জোট নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে পুলিশের দায়েরকৃত মামলায় গতকাল বুধবার আদালত থেকে জামিন লাভ করেছেন বাহুবল উপজেলা বিএনপি সভাপতি, জামায়াত আমীর, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ ২০ দলীয় জোটের অর্ধশত নেতাকর্মী। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এর আদালতে শুনানী শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। চৌধুলী আশরাফুল বারী নোমান, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, রমিজ আলী, মিজানুর রহমান চৌধুরীসহ অর্ধশতাধিক আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি উপজেলার মিরপুরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে ২০ দলীয় জোট নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাহুবল মডেল থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে এবং অপর এক দারোগা বাদী হয়ে পৃথক এসল্ট মামলা দায়ের করেন। দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় পুলিশ করাঙ্গী নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক সিদ্দিুকর রহমান মাসুম, ব্যবসায়ী তোতা মিয়া ও গেদু মিয়াকে গ্রেফতার করে। তারা পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পান। এ অবস্থায় গত ১২ জানুয়ারি বাহুবল থানা পুলিশ দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আকদ্দছ মিয়া বাবুল, উপজেলা জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহার, বাহুবল মডেল প্রেস কাব সাধারণ সম্পাদক শামছুদ্দিন সহ ২০ দলীয় জোটের ৫৪ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com