বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

ওসমানী স্বর্ণপদক পেলেন ভাষা সৈনিক জাকারিয়া খান চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৮৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী স্বর্ণপদক পেলেন দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া খান চৌধুরী। গতকাল মঙ্গলবার রাজধানীর পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদ আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অন্য গুণীজনদের সঙ্গে তাকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ সামছুল হক, সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ রফিকুজ্জামান, কবি নাহিদ রোকসানা, কবি কাজী সালাহউদ্দিন এবং সাংবাদিক বজলুর রহমান খান সাবু।
সম্মাননা পাওয়া অন্য ব্যক্তিরা হলেন- রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাজাহান (মরণোত্তর), সমাজসেবায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সমাজ উন্নয়নে সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমির কুদরত-ই-এলাহী খান, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জল, দেশীয় চিকিৎসক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলী আজগর ইসলাম বাবু এবং সাংবাদিক মোঃ আলী মবিন।
সম্মাননা অনুষ্ঠানে ভাষা সৈনিক জাকারিয়া খান চৌধুরী তার বক্তব্যে বলেন, পাকিস্তান শাসনামলে পাঞ্জাবি অফিসারদের ভ্রুকুটি উপেক্ষা করে জেনারেল আতাউল গনি ওসমানী সংখ্যালঘু বাঙালিদের কথা বলতেন।
ফলে তার আর পদোন্নতি হয়নি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তার ব্যক্তিত্বের জোরেই আমরা জয়ী হই। সবসময়ই তিনি নীতিবান ছিলেন। কখনোই তিনি নীতি থেকে সরে যাননি। এ কারণেই তিনি পঁচাত্তরে বাকশাল গঠিত হলে আওয়ামী লীগ এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। জাকারিয়া চৌধুরী বলেন, আজ ওসমানী নেই। কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে আমরা যেন আগামীর বাংলাদেশ গড়তে পারি। আমি যদি আমার মৃত্যুর আগে দেশকে শান্ত ও সমৃদ্ধ দেখে যেতে পারি তাহলে মনে করব ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সার্থক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com