শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

বাহুবলের হাফিজপুর এলাকায় দুর্বৃত্তদের আগুনে বাস পুড়ে ছাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৩৮৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অবরোধের ১৪তম দিন সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর গ্রামের পলাশ ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের কাছে পলাশ ব্রিকস ফিল্ডের সামনে নাসিরাবাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-১২৬৯) একটি বাস বিকল হয়ে পড়ে। এরপর থেকে বাসটি ওই ¯’ানেই পার্ক করা ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করে। মহূর্তে আগুন সম্পূর্ণ বাসটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফসার উদ্দিনের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় মহাসগড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এজাজুর রহমান ও বাহুবল মডেল থানা অফিসার ইনচার্জ আলী ফরিদ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। আমি ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেছি। বাসটি বাহুবল মডেল থানার হেফাজতে আনা হয়েছে।
হাইওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ময়মনসিংহ-সিলেট রোডের নাসিরাদ পরিবহনের ওই বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪-১২৬৯) সকালে ইঞ্জিন বিকল হয়ে ওই স্থানে অবস্থান করছিল। হাইওয়ে পুলিশ নিরাপত্তার কথা চিন্তা করে র‌্যাকার দিয়ে গাড়িটি টেনে নিরাপদে নিয়ে যেতে চাইলেও গাড়ির মালিক এতে বাদসাধেন। এ অবস্থায় বিকল গাড়িটি ওই স্থানে পড়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com