মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উভয় জোটের এ কর্মসূচিকে ঘিরে গতকাল দিনভর চরম উত্তেজনা বিরাজ করছিল। এ পরিস্থিতি মোকাবেলায় দু’জন এএসপি’র নেতৃত্বে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ। কর্মসূচীকে ঘিরে সদরের বড়বাজারে যুবলীগ ও ছাত্রলীগ এর নেতা কর্মীরা অবস্থান নিলেও ২০ দলীয় জোটের নেতা কর্মীরা সভাস্থলে না আসতে পেরে অর্ধ কিলোমিটার দূরবর্তী কামালখানী হাসান মঞ্জিল চত্ত্বর, জনাব আলী কলেজ মাঠ, এলআর হাইস্কুল মাঠ ও ৫/৬ নং বাজারে সমাবেশ ও সংক্ষিপ্ত মিছিল করেছে।
উল্লেখ্য, বিগত দিনগুলোতে অবরোধ চলাকালে ২০ দলীয় জোট সমাবেশ ও মিছিলে মাঠ দখলে রেখেছিল। গত বৃহস্পতিবার দেশব্যাপী ডাকা হরতাল কর্মসূচীতে ২০ দলীয় জোটের পিকেটাররা বানিয়াচংয়ে ৩টি মোটর সাইকেল ভাংচুরসহ যানবাহন চলাচল বন্ধ রাখে। এতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন পয়েন্টে পিকেটারদের ধাওয়া করে মারপিঠ চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। হরতাল বিরোধীরা মারমুখী হয়ে ওঠায় ২০ দলীয় জোটের নেতা কর্মীরা পিছু হটে যেতে বাধ্য হয়। পরে তারা বিভিন্ন পাড়া মহল্লা থেকে এসে জড়ো হয়ে সদরের বড়বাজারে অবস্থান নিতে চেষ্টা করলে হরতাল বিরোধীদের ধাওয়ায় বাজারে অবস্থান নিতে পারে নি। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ দলীয় জোটের ১৫ থেকে ২০ জন নেতা কর্মী আহত হয়। এর পর থেকেই ২০ দলীয় জোটের নেতা কর্মীরা গ্রেফতারের ভয়ে গাঁ ঢাকা দেন। গতকাল সোমবার মাঠ পুনরুদ্ধারের উদ্দেশ্যে ২০ দলীয় জোট সদরের বড়বাজার সাবরেজিষ্টার অফিস পয়েন্টে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর কর্মসূচী ঘোষণা করে। এরই প্রেক্ষিতে যুবলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ একই দিনে ওই সভাস্থল থেকে কোয়াটার কিলোমিটার দূরবর্তী শহীদ মিনার চত্ত্বরে পাল্টা সমাবেশ ও অবরোধ বিরোধী মিছিলের কর্মসূচী ঘোষনা করে। এ নিয়ে রোববার বিকাল থেকেই সদরে থমথমে অবস্থান বিরাজ করছিল। এ পরিস্থিতিতে হবিগঞ্জ এর পুলিশ সুপার ও বানিয়াচং উপজেলা প্রশাসন উভয় পক্ষের নেতৃবৃন্দকে তাদের কর্মসূচী বাতিল করার আহবান জানান। গতকাল সোমবার সকাল থেকেই হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মোঃ সাজেদুর রহমান এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত দেব এর সমন্বয়ে পুলিশ লাইন ও বিভিন্ন ফাঁিড় থেকে বিপূল সংখ্যক পুলিশ শহীদ মিনার চত্ত্বর, পোষ্ট অফিস রোড, আদর্শস্কুল রোড ও সাবরেজিষ্ট্রার অফিস রোডে দুপুর থেকেই অবস্থান নেয়। বিকাল ৩টা থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) বি.এম মশিউর রহমান পুলিশ ফোর্স সাথে নিয়ে ঝুকিপূর্ন স্থানে পরিদর্শনে থাকতে দেখা গেছে। বিকেলে পুলিশ সুপার পরিস্থিতি পর্যবেক্ষণে বানিয়াচংয়ে যান। এ দিকে বিভিন্ন পয়েন্টে ২০ দলীয় জোট সমাবেশ ও মিছিল করছে খবর পেয়ে বড়বাজারে অবস্থানরত নেতা কর্মীরা উত্তেজিত হয়ে এসব স্পটে ধাওয়া দিতে উদ্যত হলে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান নেতা কর্মীদের শান্তনা দিয়ে দমন করেন। সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান সাংবাদিকদের জানান, তারা গত হরতালের দিনেও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কর্মসূচীতে অংশ নেয়। এতে আমাদের নেতা কর্মীরা উত্তেজিত হয়ে তাদের উপর চড়াও হয়। তারা শান্তিপূর্নভাবে কর্মসূচী পালন করলে আমাদের পক্ষ থেকে কোন রকম বাঁধা বিপত্তি দেয়া হবে না। তবে বোমাবাজি, অগ্নিসংযোগ ও ভাংচুর করলে আমাদের কর্মীরা তা প্রতিহত করবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন জানান, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের অনুরোধে আমরা ২০ দলীয় জোট বড়বাজার সাব রেজিষ্ট্রার অফিস এর কর্মসূচী স্থগিত করে দূরবর্তী এলাকায় ৪টি পয়েন্টে সমাবেশ ও মিছিল করেছি। পরবর্তীতে জোটের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। তিনি আরো বলেন, এ সরকার দমন পীড়নের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে চলেছে। বানিয়াচং এসে জানতে পারলাম পুলিশ আমাদের প্রতিবাদী নেতা কর্মীদের তালিকা করে তাদের গ্রেফতারের জন্য প্রতি রাতেই বাড়ি বাড়ি হানা দিচ্ছে। সরকারের মনে রাখা উচিত এ প্রক্রিয়ায় কোন আন্দোলনই দমন হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের আন্দোলন চলবে। যা থেকে আমরা বিন্দুমাত্র পিছুপা হবো না। এদিকে গত বৃহস্পতিবারে হরতাল চলাকালে নাশকতা সৃষ্টি করে ভাংচুর ও সরকার বিরোধী অবরোধ চালানোর জন্য সংগঠিত করার অপরাধ ও বড় ধরনের নাশকতা করার পরিকল্পনার অভিযোগে গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা দু’সহোদর সাইফুল ইসলাম সোহেল, এমদাদুল ইসলাম রকি এবং আশরাফুল ইসলাম খান ও বুলবুল মিয়াকে গ্রেফতার করে। বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত দেব জানান, পরিস্থিতি শান্ত হওয়া না পর্যন্ত পুলিশ মোতায়েন ও গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।