স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর উমেদনগর মাঠে উমেদনগর ফুটবল একাদশের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০১৩ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। আমির আলীর সভাপতিত্বে ও আবুল কাশেম রুবেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, উমেদনগর এলাকার সর্দার মুগা মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, মোঃ আব্দুল কদ্দুছ, মুস্তাফিজুর রহমান ময়না, শেখ আব্দুল হান্নান, মোঃ কামাল খান, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন তাজ, বিপুল রায়, এ কে মঈনুদ্দীন সুমন প্রমুখ। উদ্বোধনী খেলায় নোয়াগাঁও নাদিয়া স্পোটিং ক্লাব ১-০ গোলে সুলতানমামদপুর জাগরণী ক্রীড়া চক্রকে পরাজিত করে। উল্লেখ্য, টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেছে।