নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের তালেব উদ্দিনকে দীর্ঘ ১২ বছর পর ফিরে পেলেন তার মা বাবা। তালেবকে এক নজর দেখতে শত শত মানুষ এখন ওই বাড়ীতে ভীড় করছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মছদ্দর উল্লার পুত্র তালেব উদ্দিন বোবা ও প্রতিবন্ধি। ১২ বছর পূর্বে তার বয়স যখন ১১ বছর বাড়ী থেকে ইনাতগঞ্জ বাজারে আসে। তারপর আর সে বাড়ী ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখোজি করে তালেবের সন্ধান পেতে ব্যর্থ হন। অবশেষে তার স্বজনরা সে আর জীবিত নেই বলে আশা ছেড়ে দেন। একাধারে অনেক দিন মা বাবা পুত্রের আসার পথ চেয়ে চোখের পানি ফেলেছেন। এক পর্যায়ে চোখের পানিও শুকিয়ে যায়। দীর্ঘ ১২ বছর পর তালেবকে ফিরে পেয়ে আবারও মা বাবার চোখে পানি আসলো। এ যেন আনন্দ অশ্র“। খুশিতে আত্মহারা। গত শনিবার সকালে একই গ্রামের ফখরুল ইসলাম সিলেট শহরের চৌহাট্রা এলাকায় তালেবকে দেখতে পান। ফখরুলও তার কাছে গিয়ে তালেব কি না জিজ্ঞাসা করলে সে ইসারায় হা বলে। ফখরুল ও সঠিকভাবে তাকে চিনতে পারছিল না। কারণ ১২ বছর আগে তালেব যখন বাড়ী থেকে হারিয়ে যায় তখন ফখরুলও ছোট ছিল। সাথে সাথে ফখরুল মোবাইলে তালেব এর বাড়ীতে যোগাযোগ করে তালেবকে পাবার সন্ধান জানায় এবং ওয়াটসআপ এ ছবি পাঠায়। বাড়ীর লোকজন সনাক্ত করে ওই দিনই তার চাচাতো ভাই জালাল উদ্দিন সিলেট গিয়ে তার ভাইকে বাড়ীতে নিয়ে আসেন। যখন সে হারিয়ে গিয়ে ছিল তখন ছিল শিশু। এখন সে ২৩ বছরের টগবগে যুবক। এই খবরটি চারিদিকে জানাজানি হলে নিজ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ ও দুর-দুরান্তের আত্বীয়স্বজন তাকে এক নজর দেখতে ওই বাড়ীতে ভীড় জমান। এত দিন সে কোথায় এবং কিভাবে ছিল কিছুই বলতে পারছেনা। কারন সে জন্ম গত ভাবেই বোবা। মা বাবা এত বছর পর সন্তানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।