চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএ পড়–য়া মেধাবী ছাত্র আহত হয়েছে। বরিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘরগাও গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ আলী হোসেন প্রাইভেট টিউশনি শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের মৃত ছুরুক মিয়ার ছেলে আঃ হামিদ জীবন মিয়াসহ কতিপয় যুবক আলী হোসেনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় দুর্র্বৃত্তরা আলী হোসেনের কাছ থেকে একটি স্যামসাং স্কিনটাচ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত আলী হোসেনকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।