মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে আরিছ খা (৩২) নামে এক ব্যক্তি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে মধ্যবেজুড়া গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। গতকাল সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০) বেজুড়া ঈদগাঁহর পার্শ¦বর্তী স্থানে নলকূপ স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়। গতকাল ভোর ৬টার দিকে আরিছ খা সেচ পাম্পের মাথায় স্থাপিত টিউবওয়েলে চেপে পানি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একটি সূত্রে জানা যায়, চোরের হাত থেকে সেচ পাম্প রক্ষার জন্য পাম্প মালিক রাতের বেলায় পাম্পে বিদ্যুতের তার জড়িয়ে রাখে।