প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল খনকারী পাড়া গ্রামের জহুরা মান্নান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৫শ জন গরিব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬নং কুর্শি ইউনিয়নের অধিকাংশ গ্রামেই শীতবস্ত্র পাঠিয়ে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহুরা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আঃ মুকিদ চৌধুরী, জহুরা ফাউন্ডেশনের পরিচালক মোঃ শামছুল হুদা চৌধুরী বাচ্ছু, ৬নং কুর্শি ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সর্দার, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছুবহান, বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুল কাদির, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপন, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মোঃ মহিবুর রহমান চৌধুরী তছনু, কামাল হোসেন প্রমুখ।