নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরিফ জেনারেটর সার্ভিসের মূল্যবান ক্যাবল চুরি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মটর জ্বালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
জানা যায়, প্রায় ২ মাস যাবত নবীগঞ্জ শহরের সাজন মঞ্জিল, শাপলা সুপার মার্কেট ও বিবিয়ানা পত্রিকা অফিসের ছাদে এবং বিভিন্ন স্থান থেকে ক্যাবল চুরি ও নেগেটিভ-প্রজেটিভ একত্র করে মটর জ্বালিয়ে দিয়ে ব্যবসায়ীদের হয়রানী করছে দূর্বৃত্তরা। এনিয়ে নবীগঞ্জ শহরে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে আরিফ জেনারেটর সার্ভিসের স্বত্ত্বাধিকারী মোঃ সেলিম তালুকদার নবীগঞ্জ থানায় গতকাল শুক্রবার একটি জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ্য করেছেন, তার ব্যবসার সুনাম ক্ষুন্ন ও ক্ষতিগ্রস্থ করার হীনমানসে এ সব কাজ করে আসছে। ইতিপূর্বে ক্যাবল তার চুরি ও মটর জ্বালানোর ঘটনায় প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ওই দূর্বৃত্তরা পর্দার আড়ালে থেকে প্রতিনিয়ত এ সব কর্মকান্ড চালিয়ে যাওয়ায় আরিফ জেনারেটর সার্ভিস ব্যবসাটি হুমকীর সম্মূখীন হয়েছে। এ ছাড়া যথাযথ ভাবে গ্রাহকদের সেবা ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি দাবী জানান।