রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিলুপ্ত প্রায় গ্রামীন খেলাধূলা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ খেলায় অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এ সময় ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকৌশলী হাফিজউদ্দিন, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বুল্লা ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খাইরুল হোসাইন মুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, মোঃ শাহিন, গুনঞ্জর আলী, অধ্যক্ষ সাইফুল হক মৃধাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।