সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে ইউপি’র আইন শৃংখলা কমিটির সভায় বক্তারা ॥ অপরিচিত সন্ত্রাসী দুর্বৃত্তকে আশ্রয় প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকুন

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অপরিচিত সামাজিক রাজনৈতিক সন্ত্রাসী দুর্বৃত্তদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়ার আহ্বান জানালেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১২ জানুয়ারী সোমবার বিকাল ৩টায় বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যানের কক্ষে ইউনিয়ন আইন শৃংখলা কমিটির সভায় উপরোক্ত আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মমিন। তিনি বলেন সারা দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রত্যক্ষ নির্বাচনের দাবীকে কেন্দ্র করে যে অরাজকতা, বিশৃংখলা ও জনমনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে তা বিশদভাবে বর্ণনা করেন। তিনি আরও বলেন দেশে যেভাবে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, গুম শুরু হয়েছে বা অসহযোগ আন্দোলনের তথাকথিত ডাক আসছে তা থেকে বানিয়াচঙ্গবাসীকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। তিনি বানিয়াচঙ্গে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি অক্ষুন্ন রাখার উপর গুরুত্বারোপ করে, অপরিচিত কাউকে বাড়িতে আশ্রয় প্রদানের ব্যাপারে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন। তিনি এ সব বিষয়ে নাম প্রকাশে গোপনীয়তা রক্ষার শর্তে ০১৭১৮২২৩১৬৮ ফোনে আগাম তথ্য প্রদানের আহ্বান জানান। সভায় কমিটির সদস্য সদস্যা ছাড়াও বক্তৃতা করেন এনজিও ইউনিকেয়ার এর চেয়ারপার্সন কামরুল হাসান কাজল, রাহ্ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি সাদেকুর রহমান খান, ইউডিসি উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com