এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শীতকালীন মহড়ায় আসা অর্জুন কুমার ঝা নামে এক সেনা সদস্য বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল বুধবার সকালের দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রাম সংলগ্ন অস্থায়ী সেনা ছাউনিতে এ ঘটনাটি ঘটে। তিনি রংপুর সদর কতোয়ালী থানার বড় বাড়ী গ্রামের বিনয় কুমার ঝা’র পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনা বাহিনীর শীতকালীন মহড়ায় আসা একদল সেনা সদস্য ঝিটকা গ্রাম সংলগ্ন মাঠে অস্থায়ী সেনা ছাউনি স্থাপন করেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে অর্জুন কুমার ঝা (সৈনিক নং-৫৪০৬০৩৬) অসতর্কতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। সাথে সাথে তাঁকে অন্যান্য সেনা সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গতকাল বুধবার শীতকালীন মহড়া শেষে তাঁদেরকে সেনা ক্যাম্পে ফিরে যাওয়ার কথা ছিল।