স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুরের জাকারিয়ার বিরুদ্ধে পুলিশ সুপারের পর এবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার নিরীহ মানুষকে বাচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগটি দায়ের করেছেন ওই উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতালা গ্রামের নানু মিয়ার পুত্র জমির মালিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ কামাল মিয়া।
অভিযোগে প্রকাশ, জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে নিরীহ ব্যক্তির জায়গা দখল, সংখ্যালগু সম্প্রদায়, বাগানের নিরীহ চা শ্রমিক, নিরীহ আওয়ামী লীগ কর্মী উপর নির্যাতনের বর্ণনা। বিগত ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলে জাকারিয়া চৌধুরী হবিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মোঃ ফয়সলের ব্যক্তি সহকারী ছিল। জাকারিয়া নিরীহ চা শ্রমিক ও হিন্দু আওয়ামী লীগ কর্মীদের ফুলপ্যান্ট কেটে হাফ প্যান্ট বানিয়ে তাদের শারীরিক নির্যাতন, সংখ্যালগু হিন্দু পরিবার উপর নির্যাতন। জেলা প্রশাসকের কাছে দেয়া লিখিত অভিযোগে জাকারিয়া বিরুদ্ধে এসব চাঞ্চল্যকর অভিযোগের তথ্য উত্তাপন করেন অভিযোগকারী কামাল মিয়া। অভিযোগে কামাল মিয়া বলেন- মাধবপুরের জাকারিয়ার
শাহজীবাজার ও এর আসপাশ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় জাকারিয়া চাকুরী ছেড়ে জমির দালালিতে নেমে পড়েন। মাত্র ৪/৫ বছরের ব্যবধানে জাকারিয়া ও তার পরিবার এখন শত কোটি টাকার মালিক। অবৈধ ভাবে সরকারের শতকোটি টাকার মালিক হয়ে সরকারে সাথে করেছেন প্রতারনা। জাকারিয়া জমির দালালি, ভুয়া জমির দলিল সৃষ্টি করা, অন্যের জমি জোরে বলে দখল করে নেওয়া, সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামের নিরীহ কৃষকদেরকে প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রয় করতে বাধ্য করা সহ নানা অভিযোগ রয়েছে জাকারিয়ার বিরুদ্ধে। আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে না চাওয়ায় জাকারিয়া নিজে ও তার লোকজন আমার বাড়িতে পাঠিয়েছে। তার কথামত জমি বিক্রি না করলে খুন করার ভয়ভীতি দেখিয়েছে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় কোন মামলা গ্রহণ করা হয় না। আমি বাধ্য হয়ে হবিগঞ্জে সাব-জজ ১ আদালতে ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্টে”ট আদালতে মামলা দায়ের করেছি। পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে এমনকি হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে একাধিক আবেদন নিবেদন করেছি। আদালত থেকে আদেশ দেওয়া হয় কিন্তু মাঠ পর্যায় গিয়ে তা বাস্তবায়িত হয় না। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা জাকারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কিন্তু থানা পর্যায়ে গিয়ে তা রহস্য জনক কারনে থেমে যায়।
অভিযোগে কামাল মিয়া আরো বলেন- আমার মৌরশী স্বত্ব দখলীয় ভূমি ও ফজলুর রহমান এর এস.এ খতিয়ান নং- ৩১০, এস,এ, দাগ নং-৪৫৭, ৪৫৮৩, ৪৫৭৯ এবং ৪৫৮০ এ মোট ৪ একর ২৮ শতক ভূমির মালিক ছিলেন যৌথভাবে তার পিতা এক্রাম আলী ও আমার পিতার ঘনিষ্ট বন্ধু মৃত তরিক উল্লার পুত্র মৃত শুকুর মামুদ। ইতোমধ্যে এস,এ রেকর্ডীয় মালিক শুকুর মামুদ ও তার পিতা এক্রাম আলী মৃত্যুবরণ করেন। শুকুর মামুদের ৩ পুত্রও মারা যান। বর্তমানে শুকুর মামুদের পুত্র ও কন্যাদের ওয়ারিশানরা ওই জমির মালিক। ইতোমধ্যে কয়েক জন জমির মালিক নাহিদ ফাইন টেক্সটাইল কোম্পানীসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতে বাধ্য হন। আমরা আমাদের ভাগের ভূমি বিক্রি করতে অনিহা প্রকাশ করলেই বিপত্তি শুরু হয়। নাহিদ ফাইন টেক্সটাইল কোম্পানী আমাদের সাথে যোগাযোগ করে জমি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু উপযুক্ত বাজার মূল্য না পাওয়ার আশঙ্কায় আমরা বিক্রি করতে না চাইলে তারা ভিন্নপথ অবলম্বন করে। কোম্পানীর লোকজন জাকারিয়া সহ স্থানীয় সন্ত্রাসী নিয়ে আমার জায়গা জমি দখল করার পায়তারা করতে থাকে।
অভিযোগকারী কামাল মিয়া বলেন, জাকারিয়াসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করা না হলে সাধারণ মানুষ একদিন তাদের বাপ-দাদার ভিটে মাঠি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। অভিযোগকারী কামাল মিয়া আওয়ামীলীগ ও প্রশাসের হস্তক্ষেপ কামনা করে বলেন, গুটি কয়েক কতিপয় আওয়ামীলীগ নেতার জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তারা দলের জন্য হুমকি।